বড় দুর্গাই এবছরে ঘাটালে নজির হতে চলেছে।ঘাটাল জুড়ে এদিক ওদিকে নানান সব থিমের ছবি ফুটিয়ে তুলছেন মন্ডপ শিল্পীরা। যত সময় যাচ্ছে আসতে আসতে স্পষ্ট হচ্ছে সেই ছবি।তবে আজকের প্রতিবেদনে এক অভাবনীয় থিমের উল্লেখ থাকছে।গোবিন্দপুর গ্রামবাসীবৃন্দের পরিচালনায় সর্বজনীন দুর্গাৎসবে এবছর তৈরি হচ্ছে সবচেয়ে বড়ো দুর্গা।