"কন্যা সন্তান ঘরে আসা মানেই আলোর প্রদীপ জ্বলে ওঠা, আশীর্বাদে ভরে ওঠে সংসার।" মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া পাঠানপাড়ায় এক অনন্য আনন্দঘন দৃশ্য। সফিকুল খান ও তাঁর পরিবারের ঘরে দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান জন্ম নিতেই খুশির জোয়ার গোটা পরিবারে। নবজাত কন্যাকে বহরমপুরের এক নার্সিংহোম থেকে মঙ্গলবার দুপুরে আনার সময় ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়িতে নিয়ে আসা হয়। যেন সত্যিই নবীনা কন্যার আগমনে গোটা পরিবেশ উৎসবে মেতে উঠেছে।