কলকাতার মেয় রোডে ভাষা আন্দোলন মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের মিছিল মল্লারপুরে। আজ অর্থাৎ মঙ্গলবার বৈকাল চারটে নাগাদ বীরভূমের মল্লারপুরে প্রতিবাদ জানাই মল্লারপুর এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন মল্লারপুর পার্টি অফিস থেকে মল্লারপুর বাজার পর্যন্ত পদযাত্রা করে দীক্ষার মিছিল করা হলো ও সবশেষে আজকের বিষয় নিয়ে বক্তব্য রাখলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।