রেলের কাটিহার ডিভিশনের নতুন DRM এর সাথে দেখা করে নিজের সাংসদ এলাকার রেলের কাজ তরান্বিত করার বিষয়ে বৈঠক করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল৷ সোমবার বিকালে এমন তথ্য রায়গঞ্জের সাংসদের কার্যালয় থেকে জানানো হয়৷ নব নিযুক্ত DRM এর কাটিহারের দফতরে এই সৌজন্য সাক্ষৎ করেন রায়গঞ্জের সাংসদ। পাশাপাশি তার সাংসদ এলাকার রাধিকাপুর থেকে আলুয়াবাড়ি রোড পর্যন্ত রেলের যে কাজ গুলো চলছে সেগুলো তরান্বিত করার বিষয়েও কথা হয় এদিন।