বোলপুর থানার অন্তর্গত নানুর বিধানসভার বড় শিমুলিয়া গ্রামে সোমবার রাত থেকে দফায় দফায় অশান্তি ছড়াল। গ্রামের দায়িত্ব ও জমিজমার দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু জমি এবং গ্রামের বিভিন্ন কাজকর্মের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে হাশেম গোষ্ঠী ও কালো গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। মঙ্গলবার সকালে কালো গোষ্ঠীর সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে হাশেম গোষ্ঠীর বিরুদ্ধে। এমন