প্রবল বর্ষণের জেরে প্রতাপনগরের বেশকিছু নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে,একদিকে অতি বৃষ্টি,অপরদিকে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি এই দু'য়ের কারণে চরম দুর্ভোগে পড়েন এলাকায় বসবাসকারী শত শত পরিবার,বৃষ্টির জলে ৫নং ওয়ার্ডের প্রতাপনগরের বড়প্লট,দেবরাজপুর,কল্পতরু পাড়া,বরিশালপাড়া সহ বেশ কিছু এলাকা জলের তলায় চলে যায় রাস্তাঘাট,জল ঢুকে পড়ে করোর ঘরে,আবার কারোর বাড়ির উঠোনে,এভাবেই এক মাসেরও বেশি সময় ধরে দুর্গন্ধযুক্ত জলের মধ্যে সন্তানদের নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।