বিগত দিনে দুর্গাপুজো মন্ডপের সামনেই দেখা যেত বামেদের বুক স্টল।সেখানে বিভিন্ন বাম নেতৃত্বের লেখা বই বিক্রি করা হত।পরে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলের দলীয় পত্রিকা জাগো বাংলার স্টল দিতে দেখা গিয়েছে।তবে এবার বুক স্টল নয় সরাসরি রাজনৈতিক স্টল দেখা গেলো পানাগড় বাজারে।সেখানে পুরাতন জাতীয় সড়কের ধারে কংগ্রেসের একটি স্টল উদ্বোধন করেন কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি।ফিতে কেটে এদিন স্টলের উদ্বোধন করা হয়।