ফের কাটোয়া আহমদপুর রেল রুটে পূর্ব রেলের পক্ষ থেকে ও.এম.এস ট্রেনের মাধ্যমে মঙ্গলবার হয়ে গেল বিশেষ ইনস্পেকশন।জানা গেছে, রেল যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে এই পরীক্ষা মূলক ইন্সপেকশন।এদিন ওই বিশেষ ট্রেনের মাধ্যমে রেলের উচ্চ পর্যায়ের অফিসার দের নিয়ে রেল ট্র্যাকের গুণমান পর্যবেক্ষণ সহ ট্রেনের কম্পন পরিমাপ এবং গতিবেগ নির্ণয় করেও দেখা হয়। সেই মতো কীর্ণাহার রেল স্টেশনেও হয়ে থাকে এই ইন্সপেকশন।