অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একটি গবাদী পশু গরুর।এদিন দুর্ঘটনাটি ঘটে বলরামপুর আন্ডার পাস এলাকায় ১৮ নং জাতীয় সড়কে।ব্যাস্ততম সড়ক হলেও আন্ডার পাশে দুর্ঘটনাটি ঘটায় মানুষজন বিষয়টি বুঝতে পারে নি।খবর জানাজানি হলে ঘটনাস্থানে আসে বলরামপুর থানার পুলিশ,আসে বলরামপুর বজরংদলের সদস্যরা।