শনিবার পূর্ববর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকে মামুদপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শুটরা মুক্তেশ্বর বিদ্যানিকেতন হাই স্কুলে "আমাদের পাড়া আমাদের সমাধান" ক্যাম্প অনুষ্ঠিত হলো। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শেষে দুয়ারের সরকার ক্যাম্প শুরু হয়। শনিবার সকাল ন টা থেকে বৈকাল চার টা পর্যন্ত, এই ক্যাম্প অনুষ্ঠিত হলো। এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোকে পড়ার মতো। পরিদর্শনে আসেন মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস।