রামপুরহাটে নাবালিকা আদিবাসী ছাত্রী খুনের তদন্তে এলো ফরেন্সিক টিম, আজ শনিবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ গ্রেফতার হওয়া অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ভাড়া বাড়িতে ফরেন্সিক দলের বিশেষজ্ঞরা জান। হয় সদস্যের ফরেন্সিক একটি দল ও সঙ্গে ছিল রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ও রামপুরহাট থানার আইসি। সেই বাড়িটিতে প্রায় দু'ঘণ্টা অনুসন্ধান চালান।