কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় একটি জলা জমি থেকে নরকঙ্কালের বিভিন্ন অংশ বিশেষ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার বিকেলে স্থানীয় এক বাসিন্দা কঞ্চি কাটতে গিয়ে প্রথমে চোখে পড়ে ছড়িয়ে থাকা মানব দেহাবশেষ। মাথার খুলি, পাঁজরসহ কিছু হাড় উদ্ধার করে কালনা থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই একটি সাইকেলও উদ্ধার হয়, যা স্থানীয় হুগলি জেলার বাধাগাছি আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার এক যুবকের বলে জানা গিয়েছে।