Canning 1, South Twenty Four Parganas | Aug 24, 2025
সন্দেহের বশে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে নিজের স্ত্রীকেই সন্দেহ করতেন বছর চব্বিশের যুবক। বছর তিনেক আগে নিজেদের বিয়ে হলেও বিগত এক বছর ধরে এই ঘটনায় স্বামী স্ত্রীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। প্রতিদিনই বাড়িতে অশান্তি হত এ নিয়ে। আর এই অশান্তির জেরেই কার্যত স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি বয়ারসিং গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।