ভাষা আন্দোলনের প্রতিবাদে বিপত্তি।শাহ-মোদীর ছবির সঙ্গে পোড়ানোর চেষ্টা কবিগুরুর ছবি। আন্দোলন প্রতিবাদের নামে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করার অভিযোগ। সোমবার দুপুর ১২ টা নাগাদ এই ঘৃণা সামনে আসতেই শোরগোল। মালদার চাঁচল কলেজ প্রাঙ্গনে শোরগোল। ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব গেরুয়া শিবির। সুকান্ত শুভেন্দু শামীক সহ বিজেপির একাধিক নেতৃত্ব এক স্যান্ডেলে এই ভিডিওর পোস্ট করেছে। ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক ছাপানো তোর।