বিশ্বভারতীর শান্তিনিকেতনের আদলে এবার এক অভিনব উদ্যোগ নিল সাঁইথিয়ার অভেদানন্দ মহাবিদ্যালয়। সোশ্যাল মিডিয়ার যুগে যখন বই পড়ার অভ্যাস হারিয়ে যাচ্ছে, তখন মোবাইলপ্রেমী প্রজন্মকে বইমুখী করতে কলেজ প্রাঙ্গণে তৈরি হয়েছে এক অনন্য 'গাছ লাইব্রেরি অভেদানন্দ কলেজের পাশেই সবুজ ঘাসে মোড়া একটি ছোট্ট মাঠে ছায়াময় গাছের তলায় সারি সারি করে সাজানো হয়েছে বইয়ের বক্স।