মঙ্গলবার বিকেলে একাধিক দাবি নিয়ে বিজেপির ডেবরা থানার সামনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল।কিন্তু তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ করেছে বিজেপি। আর তারপরেই ডেবরা অডিটোরিয়াম হলের সামনে পথ অবরোধে বসে বিজেপি নেতা কর্মীরা। বারবার পুলিশ অবরোধ তুলতে গেলেও আবার তারা অবরোধ করতে বসে যায়। অবশেষে পুলিশের হস্তক্ষেপে উঠে অবরোধ। তবে অবরোধ তুলতে গেলে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।