নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার প্রেমিক। পুলিশ সূত্রে খবর ধৃত আয়ার নাম আশালতা সর্দার, বয়স ৩৬ এবং তাঁর সঙ্গী বছর ৪১-এর মহম্মদ জালাল মীর। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আয়া ও তার সঙ্গী বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর ষড়যন্ত্র করেই এই খুনের পরিকল্পনা করেছিল। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। শুক্রবার গভীর রাতে ঢোলাহাটের বাড়ি থেকে প্রথমে জালালকে গ্রেফতার করা হয়।