মৃতের নাম শম্ভু বাগদি ৪৮ তার বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাসে। পরিবার সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে কামনায়। এরপর পরিবারের লোকজন জানতে পেরে বাঁকুড়ার একটি হাসপাতালে ভর্তি করে, সেদিনই তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসা চলাকালী বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়।