মল্লারপুরের কামড়া গ্রামে কামরাচণ্ডীর আরাধনাই মত্ত হলেন ওই এলাকার মানুষ। শনিবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত কামড়া গ্রামে মহা ধুমধামের সাথে পালন করা হলো কামরাচন্ডীর পুজো। মূলত এলাকাবাসীর মঙ্গল কামনায় বহু কাল ধরে এই গ্রামে পূজিত হয়ে আসছে কামরাচন্ডী। রাঢ়বাংলার সেই পুরাতন গ্রামীণ রীতিনীতি মেনে ভাদ্র মাসের শেষ শনিবার একাধিক ছাগ বলির পাশাপাশি ফলমূল নৈবিদ্য সাজিয়ে দেবীর আরাধনা করলেন কামড়া সহ একাধিক গ্রামের মানুষজন।