শিলিগুড়ি প্রতিবছরের মতো এ বছরও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে অনুষ্ঠিত হলো দুর্গা পুজো বৈঠক। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন পূজা কমিটির সদস্যরা, পাশাপাশি সরকারের একাধিক দপ্তরের প্রতিনিধিরা।পুলিশ প্রশাসনের পাশাপাশি বিদ্যুৎ দপ্তর, দমকল, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিএসএফ ও এসএসবির আধিকারিকরাও এদিন বৈঠকে যোগ দেন।এদিন শিলিগুড়ি পুলিশের তরফে পূজা কমিটিগুলিকে নির্দিষ্ট গাইডলাইন জানিয়ে দেওয়া হয়।