আদিবাসী কুড়মী সমাজের রেল অবরোধ ঠেকাতে তৎপর প্রশাসন সেইমতো জেলার অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গে বরাবাজার থানার পুলিশও টকরিয়া পেট্রোল পাম্পের সন্নিকটে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাকা চেকিং ব্যবস্থা করেছে। আটকানো হচ্ছে প্রতিটি ছোট বড় গাড়ি, পরীক্ষা করা হচ্ছে নথিপত্র। যদিও যাত্রীবাহী কোন বাস এ'দিন বিকেল তিনটে পর্যন্ত চলাচল করেনি বরাবাজার পুরুলিয়া রাজ্য সড়ক সহ জেলার প্রায় সমস্ত রুটেই।