বিক্ষোভ রেলি ও প্রতিবাদী জনসমাবেশের সমর্থনে বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লক জুড়ে জোরদার প্রস্তুতি আদিবাসী কুড়মি সমাজের। বৃহস্পতিবার বেলপাহাড়ী,শিলদা, ভুলাভেদা,বাঁশপাহাড়ী সহ একাধিক এলাকায় হয় মাইকিং, পোস্টারিং ও পথসভা। জানা গেছে টোটেমিক কুড়মি জনজাতির CRI রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন ২০১৭ সাল থেকে রাজ্য সরকার কর্তৃক অন্যায় ভাবে আটকে রাখার অভিযোগে তারি প্রতিবাদে আগামী 6 ই সেপ্টেম্বর ঝাড়গ্রামে বিক্ষোভ রেলি ও প্রতিবাদী জনসমাবেশের ডাক দিয়েছে।