তীব্র নদী ভাঙ্গনের জেরে বিপর্যস্ত পশ্চিম রতনপুর গ্রাম। নদী পার বরাবর ভাঙ্গন বাঁধে ভাঙ্গন,গ্রামে ভাঙ্গন সর্বত্রই ভাঙ্গন হয়েছে। ভাঙ্গনের তীব্রতায় গোটা গ্রাম আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। একের পর এক বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে। এমন অবস্থায় গ্রামের বাসিন্দারা বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। সবকিছু হারিয়ে বাঁধে কোনক্রমে দিন কাটাচ্ছে বহু পরিবার। এদিকে নদী ভাঙ্গনে গোটা গ্রামে নিশ্চিহ্ন হতে বসেছে। তবে সবকিছু হারিয়ে অসহায় পরিবারগুলো চাইছে সরকারিভাবে পুনর্বাসন।