পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার চন্ডিপুরে রামনগর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সারা দেশে BJP শাসিত রাজ্য গুলিতে বাংলা ভাষার এবং বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে BJP পরিচালিত কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন নির্বাচন এলেই কেন্দ্রীয় সরকার বাংলার ভোটার দের উপর বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে দেয়। যাতে বাংলার ভোটার রা BJP কে সমর্থন করে। সারা দেশের BJP শাসিত রাজ্য গুলিতে যে ভাবে বাঙলী নিপীড়ন চলছে তা ঠিক নয়। আর এর বিরুদ্ধে এক মাত্