পুরুলিয়া বাসস্ট্যান্ড বহু মানুষের প্রাত্যহিক যাতায়াতের জায়গা। প্রতিদিন এখানে বাসথেকে আসা অথবা বাস ধরতে আসা মানুষজনের ভিড় লেগেই থাকে।বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের কথা মাথায় রেখে একটি স্বল্পমূল্যের খাবারের ক্যান্টিনের উদ্বোধন হয় দুপুরে। উদ্বোধক ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান ময়ূরী নন্দী এবং কাউন্সিলর সুনয় কবিরাজ। পুরোনো এস বি এস টি সি গ্যারেজে এই ক্যান্টিন উদ্বোধন করে ময়ূরী নন্দী বলেন,এই ক্যান্টিন বহু মানুষকে স্বল্প মূল্য খাবার প্রদান করা হবে