কাটোয়া হসপিটাল এর মেল ওয়ার্ডের শেষ প্রান্তে থাকা স্টোর রুমে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার। হসপিটালে এর মধ্যেই মানুষের মৃতদেহ কিভাবে এল যা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এদিন বুধবার সকাল থেকেই কাটোয়া মহকুমা হসপিটালের মেইল ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ টেকা দায় হয়েছিল। বেলা বাড়তেই সেই গন্ধ আরো প্রকট হয়। এরপরই জানা যায় স্টোর রুমের ভেতর একটি পুরুষের পচা গলা মৃতদেহ রয়েছে যার নাম পরিচয় এ দিন বিকেল পাঁচটা পর্যন্ত জানা যায়নি ।