সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে থাকতো গোটা পানাগড় বাজার। পানাগড় বাজারের গুরুত্বপূর্ণ মোড় হল চৌমাথা মোড়। সন্ধ্যা হলেই গুরুত্বপূর্ণ এই চৌমাথা মোড়ে অন্ধকার নেমে আসত। ফলে সমস্যায় পড়তে হতো পথ চলতি মানুষদের। সেই সমস্যার কথা জানতে পেরে এলাকাবাসীর আবেদনে সারা দিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে চৌমাথা মোড়ে একটি হাইমাস এলইডি পথবাতি লাগানো হয়।সেই পথবাতির আনুষ্ঠানিক ভাবে রবিবার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।