গবাদি পশু বার করতে গিয়ে প্রবল বৃষ্টি জেরে গোয়াল ঘরের মাটি দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের।শুক্রবার আনুমানিক ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে মানবাজার এক নম্বর ব্লকের মাকড়কেন্দি গ্রামে।পরিবার সূত্রে জানা যায় নিত্যদিনের মতো মাকড়কেন্দি গ্রামের মঞ্জুরা মাহাতো গরু,ছাগল বাইরে বের করতে গিয়েছিলেন,সেই সময় হুড়মুড়িয়ে মাটির দেওয়ালটি তার উপর ভেঙে পড়ে। পরবর্তীকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।