আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এখন থেকেই ঝালদা ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন বুথের কর্মীদের সক্রিয় করে তুলতে তৎপরতা চালাচ্ছে বিজেপি । দলের ৫ নম্বর মন্ডলের উদ্যোগে আজকে বামনিয়া বেলাডি অঞ্চলের বামনিয়া বুথের সদস্যদের অনলাইন ভেরিফিকেশন করা হয় । মন্ডল সভাপতির নেতৃত্বে চলছে এই প্রক্রিয়া ।