মুর্শিদাবাদ তথা রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিক ও বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হেনস্থা ও হয়রানির শিকার হচ্ছে। যার জেরে ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস। রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে চলছে এই বিক্ষোভ আন্দোলন। এদিন বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিলে অংশগ্রহণ করলেন পৌরবিতাসহ একাধিক পৌর সদস্য।