ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে গঙ্গা নদীর জলস্তর। আর এতেই আতঙ্ক বাড়ছে মুলিরামটোলা এলাকার বাসিন্দাদের। নতুন করে জল ঢুকতে শুরু করেছে এবং একাধিক প্রান্ত প্লাবিত হচ্ছে। এ অবস্থায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে এলাকার সব কিছু তলিয়ে যাওয়ার আতঙ্কে প্রয়োজনীয় জিনিসপত্র সরাচ্ছেন বাসিন্দারা। গাছপালা কেটে সরিয়ে ফেলছেন গ্রামবাসী। দ্বিতীয়বারের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় যতটুকু বাঁচানোর যায় সেই চেষ্টা গ্রামের বাসিন্দাদের। তবে ভাঙ্গন আটকাতে প্রশাসনের পদক্ষেপের দাবি।