দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামের সাত বছরের আরাধ্যা গড়াই বিরল ও প্রাণঘাতী জিনগত রোগ বংশগত টাইরোসিনেমিয়া টাইপ-১ (HT-1)-এ আক্রান্ত। আরাধ্যা হোলি মাদার ইংলিশ মিডিয়াম প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে কলকাতার এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসাধীন। প্রতিমাসে ওষুধের জন্য প্রায় ৫০ হাজার টাকা খরচ হবে বলে বৃহস্পতিবার তার পরিবার সূত্রে জানা গেছে, যা সামলানো তার বাবা সন্তোষ গড়াই (মুদিখানার দোকানদার) ও মা রূপা গড়াইয়ের পক্ষে অসম্ভব হয়ে উঠছে।