গতকাল শুক্রবার বীরভূমের নলহাটির বাহাদুরপুরে অবৈধ পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে ছ'জন শ্রমিকের,আহত ৪ জন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এসেছে গোটা এলাকায়, শনিবার দুপুরে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয় মৃত ছয়জনের। তবে ওই অবৈধ খাদানে কোন নিয়ম মেনেই পাথর তোলা হতো না দাবি ওই পাথর খাদানের শ্রমিকদের, শ্রমিকদের কোন নিরাপত্তা ও নেই কাজে