কাকরাবন থানা অন্তর্গত শিলঘাটি বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে একটি মারুতি ভ্যান গাড়ি সজোরে চালাতে গিয়ে একটি সেগুন গাছে গিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় গাড়ি চালক সুজিত। বর্তমানে গাড়ি চালক কাকরা বন প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে ছুটে যায় কাকরা বন থানার পুলিশ।