ডিজিটাল জন্মসার্টিফিকেট পেতে বালুরঘাট পুরসভায় জমা দেওয়া হল ভুয়ো বা জাল নথি। এদিকে পুরসভার তরফে জমা দেওয়া সেই নথি যাচাইয়ের সময়ই ধরা পড়ল ভুয়ো নথির বিষয়। এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়াল বালুরঘাট পুরসভায়। যাচাইয়ের সময় ধরা পড়ে যায় জাল জন্মসার্টিফিকেট। এদিকে বিষয়টি নজরে আসতেই পুরসভার এক্সিকিউটিভ অফিসার বালুরঘাট থানায় দায়ের করল লিখিত অভিযোগ। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে।