ছেলের হাতে জখম বাবার রায়গঞ্জ মেডিকেলে মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জের মিলন পাড়ায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ, রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ দাস, বয়েস আনুমানিক ৪৯ বছর বাড়ি রায়গঞ্জের মিলনপাড়ায়। পরিবারের দাবী শনিবার রাতে নিজের ছেলের সাথে বিবাদ হয় তার। ছেলে লোহার স্কেল দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দেয়। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় তার।