ভাতার বাজারে ব্যাগ ভর্তি টাকা পেয়েও ফিরিয়ে দিলেন প্রকৃত মালিককে এক পরিচারিকা। সততার এক নজির। তিনি ভাতার থানার সামনে সেই টাকা তুলে দেন মঙ্গলবার একটার সময়। ভাতার বাজারের এক ব্যবসায়ী নাম মলয় সামন্ত। তিনি গত পরশু তার মানিব্যাগ হারিয়ে ফেলেন ভাতার বাজারে। সোশ্যাল মিডিয়ায় তিনি বিষয়টি পোস্ট করেন। আর সেই পোস্ট দেখে টাকা ফিরে পেলেন মলয় বাবু।