আজ গণেশ চতুর্থীর পবিত্র দিনে দুবরাজপুরের মাড়োয়ারি কিশোর সংঘ আয়োজিত শ্রীগণপতির আরাধনায় ভক্তিমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোর থেকেই মণ্ডপ প্রাঙ্গণে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। শাস্ত্রীয় আচার মেনে ঘট স্থাপন, পূজা ও আরাধনার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। পুজোর পাশাপাশি ভক্তরা শ্রীগণেশের কাছে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের প্রার্থনা করেন। সাংস্কৃতিক পরিবেশনা, ভক্তিগীতি ও আরতি অনুষ্ঠানের মাধ্যমে দিনভর চলতে থাকে গণপতি উৎসব। স্থানীয় মানুষজনও সক্রিয়ভাবে যোগ দিয়