১৯৪২ এর আন্দোলনের সময় মানবাজার থানা ঘেরাও এর সময় ব্রিটিশ পুলিশের গুলিতে প্রান হারান দুই তরতাজা যুবক গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতো।আজকের দিনে অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর এই থানা ঘেরাও হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে মানবাজার থানা প্রাঙ্গনে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করা হলো।মাল্যদান করা হয় শহীদ বেদীতে।