বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় গিয়েছিলেন বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলি করতে। তাদের ওপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় গাড়ি, পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় নেতৃত্বদের। এই আক্রমণের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ সোমবার সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ মেদিনীপুরের বটতলা চকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।