মুরারইয়ে বাঁশলৈ ব্রিজের কাছে রেলে কাটা পড়ে যুবতীর মৃত্যু হল।আজ ২৯ আগস্ট শুক্রবার দুপুরের দিকে। রেলে কাটা পড়ে এক যুবতীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বাঁশলৈ ব্রিজের কাছে।আকস্মিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে। মৃত যুবতীর বাড়ি নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে। তার বয়স আনুমানিক ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। রেল দপ্তরের প্রাথমিক অনুমান যুবতীর সুইসাইডের উদ্দেশ্যে রেললাইনে এসেছিলেন।