ধসের ঘটনা যেন পিছু ছাড়ছে না খনি অঞ্চলের মানুষজনকে। শিল্পাঞ্চল সহ খনি অঞ্চলের কোনায় কোনায় ধসের ঘটনা এখন সংবাদের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে। ঠিক আরো একবার বড়সড়ো ধসের ঘটনা সামনে এলো, অন্ডালের কাজোড়া গ্রাম পঞ্চায়েতের কাজরার শিকারপুর সরষেডাঙ্গা এলাকায় শুক্রবার বিকেল চারটের সময়। যার ফলস্বরূপ ইতিমধ্যেই বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বারংবার ধসের ঘটনায় একপ্রকার আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষজনদের