আজ_৪১অম্পি-মন্ডলের এক যোগদান সভার মাধ্যমে বিকশিত ত্রিপুরা গড়ার অঙ্গীকারকে পাথেয় করে TMP ও CPIM দল থেকে ৫৮ পরিবারের ১৪৮ ভোটার ভারতীয় জনতা পার্টিতে শামিল হন। গোমতীজেলা সভানেত্রী শ্রীমতি সবিতা নাগ, মন্ডল সভাপতি সত্য মোহন জমাতিয়া ও অন্যান নেতৃত্ব সহ নবাগতদের ভাজপা পরিবারে স্বাগত জানা।