সারা ভারত যাকাত মাঝি পরগনা নামে সংগঠনের নামে ভুয়ো ব্যানার ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে— এমন অভিযোগ তুলল সংগঠনের নেতৃত্ব। বুধবার সকাল ১১টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন সারা ভারত যাকাত মাঝি পরগনার সদস্যরা। নেতৃত্বদের দাবি, তারাই আসল রেজিস্টার্ড সংগঠন। অথচ কিছু ব্যক্তি রেজিস্টার্ড সংগঠন না হয়েও একই নামে ব্যানার ব্যবহার করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।