সার্বজনীক স্থানে মাদকদ্রব্য বিক্রি ও ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করতে স্বাস্থ্য দপ্তরের বিশেষ অভিযান নলহাটিতে । আজ সোমবার বেলা ১২টা নাগাদ নলহাটি শহরের পশ্চিম বাজারে বিশেষ অভিযানের নামে স্বাস্থ্য দপ্তর, নলহাটি হাসপাতাল এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের যৌথ উদ্যোগে আজ এই অভিযান চালানো হয়, সার্বজনিক স্থানে মাদকদ্রব্য বিক্রি ও ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা বলবৎ করার জন্য। বিক্রেতাদের এবং ব্যবহারকারীদের করা হয় সচেতন এবং করা হয় জরিমানাও আজ এই অভিযানে।