২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে দিনহাটা কলেজে মিছিল করল TMCP। সোমবার দুপুর দুটো নাগাদ দিনহাটা কলেজ চত্বর ও কলেজ গেটের সামনে এই মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মূলত ২৮শে আগস্ট কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশকে সফল করতে এদিন এই মিছিল করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের দাবি — বাংলার ছাত্র-যুব সমাজের স্বার্থে তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই সোচ্চার থেকেছে এবং আগামী দিনেও তারা শিক্ষার অধিকার নিয়ে আন্দোলন চলবে।