দক্ষিণগ্রাম কৈলাসপতি আশ্রমে গোসাঞীচাঁদ মহাপ্রভুর ৬০ তম তিরোধান দিবস মহাসমারহে পালন করা হলো। আজ অর্থাৎ ১৭ই ভাদ্র বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম কৈলাসপতি আশ্রমে পালন করা হলো ঠাকুর শ্রী শ্রী গোসাঞীচাঁদ মহাপ্রভুর তিরোধান দিবস। আজ সকালে প্রভাতী বন্দনা করা হয় ঠিক তারপর সকাল গড়াতেই শুরু হয় পূজা পাঠ ও হোম যজ্ঞ ঠিক একই ভাবে চলে অহরহ নাম সংকীতন। দুপুরে আগত ১০ থেকে ১২ হাজার ভক্তদের জন্য পাত পেরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা ছিল ।