মনবাঞ্ছা পূরণের জন্য মহাদেবের কাছে সংকল্প করেছিলেন। এবার সেই সংকল্প পূরণ করতে ১৩০ কিলোমিটার দন্ডি কেটে অবশেষে লক্ষ্য পূরণের পথে বাঁকুড়ার তালডাংরা পাঁচমুড়ার দুই যুবক। মহাদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন মনোবাঞ্ছা পূরণ হলে তারকেশ্বরের দুধপুকুর থেকে দন্ডি কেটে জল নিয়ে এসে নিজের গ্রামের শিবের মাথায় ঢালবেন। তাদের মনোবাঞ্ছা পূরণ হতেই ওই দুই যুবক স্থির করেন বাবা ভোলেনাথকে দেওয়া কথা রাখবেন। অবশেষে সেই লক্ষ্য পূরণ হয়েছে।