রক্তের সংকট দূরীকরণের লক্ষ্যে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরে আইএমএ হলে রঘুনাথপুর বইমেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, রঘুনাথপুর বইমেলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছর আগস্ট মাসে আনন্দময়ী দে এর স্মৃতিতে রক্তদান শিবির হয়ে থাকে। এদিনের এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্যমাত্রা ছিল ৫০ জন রক্তদাতা।