ধূপগুড়ির ডাউকিমারী পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরির ঘটনায় আটক ৬ জনকে গ্রেফতার করে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠালো ধূপগুড়ি থানার পুলিশ। শনিবার দুপুরে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে।জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে শুক্রবার রাতে ধূপগুড়ির ডাউকিমারী পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরির অভিযোগ ধূপগুড়ি মহকুমার চড়চড়াবাড়ি এলাকার বেশ কয়েকজনের বিরুদ্ধে।পুলিশ ফাঁড়িতে ঢুকে ফাঁড়ি ভেঙে দেওয়ার হুমকি সহ ফাঁড়ির ওসির উপর আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ।